আগরতলা, ২৭ মার্চ : কিষান মোর্চা আশারাম বাড়ী মন্ডলের উদ্যোগে তুলাশিখর ব্লকের পূর্ব তখছায় পাড়া এডিসি ভিলেজে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, প্রদেশ সহ-সভাপতি তথা খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা কিষান মোর্চা প্রদেশ সদস্য তথা খোয়াই জেলা সহ-প্রভারি নকুল দেবনাথ, খোয়াইজেলা বিজেপি সহ-সভাপতি বীরমোহন দেববর্মা আশারামবাড়ী বিজেপি মন্ডল সভাপতি প্রদীপ দেববর্মা। মুখ্য অতিথির ভাষণে প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় বলেন, ডবল ইঞ্জিনের সরকারের শাসনকালে গ্রামে-গঞ্জে বিশেষ করে জনজাতি অঞ্চলের মানুষের প্রভূত উন্নতি সাধন হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতেন এখন সবকিছুই সমান সমান পাওয়া যায়। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী জনজাতি অংশের মানুষের জন্য অনেকগুলি সেবা প্রকল্প চালু করেছেন। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছেন এর ফলে মোদির ১০ বছরের শাসন কালে ত্রিপুরার মানুষের জীবন ও জীবিকার অনেক উন্নতি হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসন প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি উপস্থিত কৃষকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে কিষাণ মোর্চা প্রদেশ সহ-সভাপতি জয়দেব দেববর্মা বিজেপি শাসনকালে জনজাতি মানুষের যে উন্নতি হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও নিজের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা উচ্চ শিক্ষিত করতে পারছেন যা আগে কখনোই সম্ভব ছিল না। তিনি ওই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষকে সমস্ত রকমের সহযোগিতার কথা বলেন এবং কোন অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেন। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি জেলা সহ সভাপতি বীর মোহন দেববর্মা এবং কিষান মোর্চা আশারাম বাড়ী মন্ডল সভাপতি শ্যামল দেববর্মা প্রমুখ। এত প্রত্যন্ত অঞ্চলে বিজেপি কিষান মোর্চা প্রদেশ নেতৃত্বের আগমনে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
0 মন্তব্যসমূহ