আগরতলা, ৩১মার্চ : ৬নং আগরতলা মন্ডলের অন্তর্গত ৪৯নং বুথে নির্বাচনী প্রচার চালানো বিজেপি। আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহার নেতৃত্বে রবিবার এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য আশির্বাদ সরূপ ভোট আবেদন এবং স্কয়াটিং করেন নেতাকর্মীরা।
বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যায়, প্রায় প্রতিটি বাড়ির ভোটাররা উৎসাহের সঙ্গে জানিয়েছেন বিজেপির সঙ্গে থাকার বিষয়টি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সান্তনা সাহা।
0 মন্তব্যসমূহ