Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চা বড়জলা মন্ডলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৩১ মার্চ : কিষান মোর্চা বড়জলা মন্ডল এর উদ্যোগে বড়জলা মন্ডল অফিস কক্ষে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সভার শুভারম্ভ করেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায়, উপস্থিত ছিলেন মোর্চা প্রদেশ সম্পাদিকা প্রতিচী ভৌমিক প্রদেশ কোষাধ্যক্ষ অমর চান সরকার সদর গ্রামীণ জেলা কিষান মোর্চার সভাপতি সমরেশ বিশ্বাস প্রমূখ সভায় সভাপতিত্ব করেন বড়জলা মণ্ডল কিষান মোর্চা সভাপতি রাজু ভৌমিক মহাশয়। প্রধান অতিথির ভাষণে প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় আসন্ন নির্বাচনে কিষান মোর্চার দায়িত্বের কথা নিয়ে আলোচনা করেন তিনি সংগঠনের প্রত্যেক দেবতুল্য কার্যকর্তাকে সামনের ১৭ দিন যুদ্ধকালীন ক্ষীপ্রতার সাথে ভোটের কাজে লেগে যাওয়ার পরামর্শ দেন বিজেপি মন্ডল সভাপতির অনুমতিক্রমে ঘর ঘর অভিযান পথ সভা বাজার সভা এবং উঠানসভা করতে বলেন। তিনি কার্যকর্তাগণকে মনে করিয়ে দেন বিগত ছয় বছরে ত্রিপুরার মানুষ কি কি ভাবে উপকৃত হয়েছেন এবং সবচাইতে বেশি উপকার কৃষক সমাজ পেয়েছেন তাই ভারতের যশস্বী প্রধানমন্ত্রী অবতার পুরুষ নরেন্দ্র মোদিজির কাছে আমরা কৃতজ্ঞ। শুধু কিষান সম্মান নিধির ১৬টি কিস্তির মাধ্যমে ত্রিপুরার কৃষক সাড়ে ছয়শ কোটি টাকার বেশি পেয়েছেন সরকারের নিকট ধান বিক্রয় করে আমাদের কমপক্ষে দুইশো কোটি টাকার উপর লাভ হয়েছে। প্রতি ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাতে হবে দুর্যোধন দুঃশাসনের সাথে থেকে কোন লাভ হবে না। ধর্মের পথ ই হল উন্নয়নের পথ তাই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সদস্য বিপ্লব কুমার দেব মহাশয় কে রেকর্ড ভোটে বিজয়ী করে লোকসভায় পাঠাতে হবে এবং দুর্যোধন দুঃশাসনের দলের প্রার্থীর জামানত বায়জাপ্ত করতে হবে। তিনি বলেন গত ৩৫ বৎসর দুঃশাসনের দলের অপশাসন ত্রিপুরার মানুষ দেখেছেন এবং জুট আমলে দুর্যোধনরা কি কি করেছেন সেই হিসাবও ত্রিপুরার মানুষের কাছে রয়েছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কিষান মোর্চা সম্পাদিকা প্রতিচী ভৌমিক কোষাধ্যক্ষ অমরচান সরকার এবং গ্রামীণ জেলা কিষান মোর্চার সভাপতি সমরেশ বিশ্বাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ