আগরতলা, ১মার্চ : আবারো বনদস্যুদের ডেরায় হানা দিয়ে অবৈধ সমিল উদ্ধার করলো চড়িলাম রেঞ্জ অফিসের বনকর্মীরা। শুক্রবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের প্রটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে অন্যান্য বন কর্মীরা বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামুড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে অবৈধ সমিল সহ একটি জেনারেটর উদ্ধার করে। যদিও বন দপ্তরের এই অভিযান কালে বনদস্যুরা বন কর্মীদের এই অভিযানের প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু বনকর্মীদের তৎপরতার ফলে বনদস্যুরা পরবর্তী সময়ে প্রতিরোধ গড়ার সাহস পায়নি। চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রটেকশন রেঞ্জ অফিসার জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ সমিল ও জেনারেটরের মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা।
0 মন্তব্যসমূহ