আগরতলা, ৩০মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার তিনি বনমালীপুর মন্ডলের অন্তর্গত কলেজটিলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে অংশ নেন। এলাকার নানা বয়সী নারী-পুরুষের হাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্মের লিফলেট তুলে দেন। এদিন প্রচার কালে প্রদেশ সভাপতি এর সঙ্গে একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আসা এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বলে জানান। পাশাপাশি আরো বলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের আলাদা একটি পরিচিতি রয়েছে রাজ্যে এবং সারা দেশ জুড়ে। এই পরিচিতি সুবাদে জয় নিশ্চিত হবে, তা এখনই বলা যাচ্ছে বলে জানান।
এদিন প্রদেশ সভাপতি যে সকল এলাকায় প্রচার কর্মসূতিতে যান সেই এলাকাতেই সাধারণ মানুষ সংখ্যা বাড়তে থাকে, প্রতিটি বাড়ি থেকেই এক দুইজন করে সদস্য সদস্যরা এই প্রচার কর্মসূচিতে অংশ নেন। সব মিলিয়ে এদিনে প্রচার কর্মসূচিতে প্রদেশ সভাপতির সঙ্গে বিশাল সংখ্যক মানুষ সামিল হয়ে ছিলেন।
0 মন্তব্যসমূহ