Advertisement

Responsive Advertisement

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাইখোড়া বাজারে করা হয় ফ্লেগমার্চ

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত প্রকারের চূড়ান্ত প্রস্তুতি চালিয়েযাচ্ছে আরক্ষা প্রসাশন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনেরেখে বৃহস্পতিবার বাইখোড়া বাজারে বাইখোড়া থানার উদ্দ্যোগে বি এস এফ জোওয়ানদের নিয়ে ফ্লেগমার্চ অনুষ্ঠীত করাহয়। মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে যাতেকরে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনানাঘটে ও সকলেযাতেকরে ভয়ভীতি ছারাই নিজেদের ভোট প্রদানকরতে পারে তারইলক্ষ্যে আজকে বাইখোড়া বাজারে ফ্লেগমার্চ অনুষ্ঠীত করাহয়। আজকের এক ফ্লেগমার্চ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়ার থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। তিনি জানান উনাদের এইধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারীথাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ