অয়ন নাগ, ধর্মনগর, ৭ মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা থেকে যখন নিশিকালীন বাসগুলি গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল তখন ত্রিপুরা সীমান্ত পার হয়ে গেলেও আসাম সীমান্তে প্রবেশের ঠিক পরে অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা চেকপোষ্টে পৌঁছালে ডিউটিরত পুলিশ কর্মীরা AS01NC- 0243 নম্বরের একটি বাস আটক করে তল্লাশিতে নিশিকালীন বাস থেকে দুই যুবক ধরা পড়ে। মোঃ শাহেনশা (২৫) এবং মুহাম্মদ ইউসুফ (২৪) । তাদের সকলের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর এলাকায়। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৬ টি প্যাকেট গাঁজা পাওয়া যায়। যেগুলি পরবর্তী সময়ে ওজন করে দেখা যায় ওজন রয়েছে ১১কেজি ৮৯০ গ্রাম। শরীরের মধ্যে যেভাবে গাঁজা সেটিয়ে নেওয়া হচ্ছিল তা সাধারণ মানুষের চিন্তাধারার বাইরে। তবুও ত্রিপুরা রাজ্যের পুলিশকে ফাঁকি দিয়ে গাঁজা নিয়ে পালাতে সক্ষম হলেও আসাম পুলিশের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব তা জানতো না বিহারের ওই দুই যুবক।
0 মন্তব্যসমূহ