মোহনপুর, ৩ এপ্রিল : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হলো মোহনপুর মহকুমা পুলিশ। বুধবার সিধাই থানার সাব ইন্সপেক্টর এন্টি আলম সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার গভীর রাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার সহ সিধায় থানার বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনী মিলে এই অভিযান চালান। তারা সিধাই থানাধীন সুরেন্দ্র নগরের তুইসামুকুর এলাকায় বাসিন্দা রনবীর দেববর্মা নামে এক ব্যক্তির বাড়ি তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি তিনটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করেন। এগুলোতে প্রায় ১১৭ কেজি গাঁজা রাখা ছিল। যার কালো বাজারে মূল্য প্রায় ৯লক্ষাধিক টাকা। গাঁজা গুলি আটক করে নিয়ে আসার পাশাপাশি রনবীর দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ