আগরতলা, ২২এপ্রিল : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রচারের জন্য রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।
গন্ডাছড়া, করবুক, শান্তিরবাজারের পর তিনি নির্বাচনী প্রচার কর্মসূচী করলেন উত্তর জেলার কাঞ্চনপুরে। সোমবার তিনি কাঞ্চনপুর মণ্ডলের ১৩ এবং ১৪ নম্বর বুথে বাড়ী বাড়ী জন সংযোগ কর্মসূচী করেন। অহইল্যাপুর শক্তিকেন্দ্রতে নির্বাচনী সভা করেন। তারপর মন্ডলের অন্তর্গত এলাকায় বসবাসরত সাধারণ ভোটারদের অনুপ্রেরণা প্রধানকারী কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এর পর সৎসঙ্গম শক্তিকেন্দ্রে নির্বাচনী সভা করেন।
এরপর তিনি ধৰ্মনগরের কদমতলা মণ্ডলে মহিলা মোর্চার সদস্যাদের সঙ্গে বৈঠক করেন। এদিনের কর্মসূচি গুলিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কর্মসূচিতে ব্যাপক উৎসাহের সঙ্গে মহিলা কর্মীরা যোগ দিয়ে ছিলেন।
এই কর্মসূচীর ব্যস্ততার মাঝেও তিনি কাঞ্চনপুরে জম্বুদ্বীপ বৌদ্ধ বিহার মন্দিরে গৌতম বুদ্ধের নিকট সকলের সুখ ও মঙ্গল কামনা প্রার্থনা করেন।
0 মন্তব্যসমূহ