Advertisement

Responsive Advertisement

প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে ছয় আগরতলা মন্ডল যুব মোর্চার বাইক র‍্যালি



আগরতলা, ৩ এপ্রিল : পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার যুব মোর্চার উদ্যোগে এক বাইক র‍্যালির আয়োজন করা হয়। যুব মোর্চার ৬ নং আগরতলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব, প্রদেশ বিজেপি সহ-সভায় নেত্রী পাপিয়া দত্ত, ৬নং আগরতলা মন্ডল কমিটির সভাপতি হীরালাল দেবনাথ, আগরতলা পুর নিগমের কর্পোরেটর লতা দেবনাথ, যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা সাহা, ৬ আগরতলা মন্ডলের যুবনেতা ভাস্কর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
ছয় আগরতলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এই বাইক রেলিটি। পাপিয়া দত্ত বলেন এই রেলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রচুর সংখ্যক যুবক বাইক এবং গাড়ি নিয়ে রেলিতে শামিল হয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। 
অপরদিকে বিধায়ক এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, ১৯ এপ্রিল যে লোকসভার নির্বাচিত হবে তাতে বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন সাধারণ মানুষ। এর জন্য সকলে বদ্ধপরিকর হয়ে আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ