আগরতলা, ১১এপ্রিল : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে বৃহস্পতিবার প্রচার কর্মসূচি করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য নেত্রী এবং কর্মী সমর্থকরা।
এদিন প্রদেশ মহিলা কংগ্রেসের সাথে ঘরে ঘরে নির্বাচনী প্রচারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা সহধর্মিনী কাকলি সাহা ও কন্যা আর্শীতা সাহাও সঙ্গে ছিলেন। এদিন তারা রাজধানী আগরতলার বিকে রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চালান।
0 মন্তব্যসমূহ