Advertisement

Responsive Advertisement

সিএইউ'র উদ্যোগে আয়োজিত আন্ত:কলেজ যুব ও ক্রীড়া উৎসবে কলেজ অব ফিসারীস রানার্স হয়


আগরতলা, ৩ এপ্রিল : মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল শহরে অবস্থিত সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির(সিএইউ) উদ্যোগে আয়োজিত অষ্টম আন্ত:কলেজ যুব ও ক্রীড়া উৎসব -২০২৪ এর আসরে আগরতলার কলেজ অব ফিসারীস রানার্স ট্রোফি জয়ী হয়েছে। এবছরের এই প্রতিযোগিতা সিকিমের উদ্যান মহাবিদ্যালয়ে আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপ মিশ্রা এবং তিনি উপস্থিত সকলের সামনে বক্তব্য রাখেন। পাশাপাশি ড. মিশ্রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গোটা প্রতিযোগিতাটি আগরতলার কলেজ অব ফিসারীসে ওয়েব কাস্টিং এর মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। কলেজের রেজিস্টার ড. বহ্নি ধর এবং কলেজের জনসংযোগ আধিকারিক ড. অমিতাভ ঘোষের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ