আগরতলা, ৭ এপ্রিল : লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের প্রতিটি ভোটার যাতে তাদের মতাধিকার প্রয়োগ করে তার জন্য যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন। ভোট দানের প্রতি মানুষের আগ্রহ তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলছে। একইভাবে পশ্চিম জেলা প্রশাসনও ভোটারদের আগ্রহী করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করছে । এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলায় এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার উমাকান্ত একাডেমিতে এসে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক পুণিত আগরওয়াল, পশ্চিম জেলার জেলা শাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত বাদল নেগী, সদর মহকুমা শাসক, নির্বাচনী অবজারভার পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।
নানা বয়সী প্রায় একশতাধিক বাইসাইকেল আরোহী এই র্যালিতে অংশ নিয়ে ছিলেন। অতিথিরা সাইকেল আরোহীদের হাতে সার্টিফিকেটও তুলে দেন। সবুজ পতাকা নেড়ে এবং নীল বেলুন উড়িয়ে সাইকেল র্যালি সূচনা করেন উপস্থিত অতিথিরা।
এই র্যালি থেকে আহ্বান জানানো হয় সকল ভোটাররা যেন নিজ নিজ পুলিং স্টেশনে গিয়ে মোতাধিকার প্রয়োগ করেন। সাইকেল র্যালির পাশাপাশি মোবাইল ডিসপ্লে ভ্যানও পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় পরিক্রমা করছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে।
0 মন্তব্যসমূহ