আগরতলা, ২১ এপ্রিল : ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটকে কেন্দ্র করে এখন প্রতিদিনই নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রবিবার তিনি তলায় জেলার গন্ডাচড়া এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। এদিন প্রথমে তিনি রাইমাভ্যালি মন্ডলে বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক অভিযান করেন।
এর পরবর্তী পর্যায়ে তিনি রাইমাভ্যালি মণ্ডল
শক্তিকেন্দ্রতে নির্বাচনী সভা করেন। তারপর একি মন্ডলে মহিলা মোর্চার নেত্রীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন।
বিকেলে করবুক মন্ডলেও আরও একটি শক্তি কেন্দ্র নির্বাচনী সভাতে অংশ নেন। এরপর করবুক মণ্ডলেই পহেলা মোর্চার নেত্রীদের সঙ্গেসাংগঠনিক বৈঠকে মিলিত হন। জোলাইবাড়ি মণ্ডলে মহিলা মোর্চার নেতৃত্বদের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হন। মূলত লোকসভা নির্বাচনে পূর্ব আসনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য মহিলা মোর্চার যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন। যতগুলি বৈঠক করেছেন এদিন সবকটি বৈঠকের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়ি বাড়ি যে জন সম্পর্ক কর্মসূচি করেছেন তাতেও ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন নেত্রী। তার সঙ্গে স্থানীয় এলাকার একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাশাপাশি এই দিন তিনি এক জনজাতি কার্যকর তার বাড়িতে মধ্যাহ্নভোজন করেন।
0 মন্তব্যসমূহ