আগরতলা, ১৩এপ্রিল : প্রকাশ্য দিন-দুপুরে চুরি করার সময় সাধারণ মানুষের হাতে আটক এক চোর, এই ঘটনা খুদ রাজধানী এলাকায়।
নেশায় ডুবে থাকছে রাজ্যর যুবকদের একটি বড় অংশ। আর এরাই নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের মত কাজে জড়িয়ে পড়ছে তারা। এবার টমটমের ব্যাটারী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেলো এক যুবক। ঘটনা শনিবার রাজধানীর বটতলায়। টমটম চালক বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় টমটমটি দাঁড় করিয়ে ব্যক্তিগত কাজে কিছুটা দূরে যান। আর এই সুযোগটিকেই কাজে লাগাতে নেমে পড়ে ঐযুবক। যদিও শেষ রক্ষা হয়নি মালিক টের পেয়ে আটক করে ফেলে তাকে। তার শরীর তল্লাশি করা হলে কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি কয়েকটা কৌটা উদ্ধার হয়। সঙ্গে নেশায় করার কাজে ব্যবহৃতসিরিঞ্জও উদ্ধার হয়। এলাকার লোকজন তাকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে বটতলা ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।
0 মন্তব্যসমূহ