আগরতলা, ২২ এপ্রিল : পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের পর এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অত্যাবশ্যকীয় পরিষেবায় নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার তারা আগরতলা শিশু বিহার স্কুলে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেন।
যারা অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্ত রয়েছেন, তারা আবেদনের ভিত্তিতে এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। আগরতলার পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত মহকুমা সদরগুলিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছে। এই ভোট প্রদানকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক সহ অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্ত মানুষ। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের নির্বাচনের সময়ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ভোটাররা আবেদনের মাধ্যমে রাজধানীর শিশু বিহার স্কুলে পোস্টাল ভ্যালটের তাদের মতা অধিকার প্রয়োগ করে ছিলেন।
0 মন্তব্যসমূহ