আগরতলা, ২৪ এপ্রিল: চুরি করে নিয়ে যাওয়া টাকাসহ তিন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ওসি সনজিৎ সেন। তিনি বলেন, মঙ্গলবার আগরতলা মঠ চৌমুনী এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
চোরের দল ঘর থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিপ্লব ভট্টাচার্য থানায় চুরির মামলা দায়ের করা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও সিসি ক্যামেরা খতিয়ে দেখে রাহুল নামে এক চোরকে চিনতে পারে পুলিশ। পরে তাকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা চালিয়ে আরো দুই জনকে আটক করা হয়। ৩ চোর সহ লক্ষাধিক টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । ধৃতরা হলো বিনয় সাহা, অমিত রায় ও রাহুল দাস। তাদেরকে পূর্বেও বিভিন্ন চুরির মামলায় আটক করা হয়েছিল বলেও জানিয়েছেন ওসি।
0 মন্তব্যসমূহ