আগরতলা, ১৬এপ্রিল : পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে নির্বাচনী প্রচারে ত্রিপুরা রাজ্যে এলেন কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার বিকেলে বিশেষ বিমানে তিনি আগরতলা এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রার্থী আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ভারতীয় সম্পাদিকা সরিতা লাইপ্রাং, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর দলের নেতা কর্মীরা প্রিয়াঙ্কা গান্ধীর নাম দিয়ে স্লোগান দিতে থাকে। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বিশেষ গাড়িতে করে রোড শো করেন। তার সঙ্গে প্রার্থী আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাকে দেখতে রাস্তার দু'পাশে বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে ছিল। তিনি হাত নেড়ে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তাদেন। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। বিশেষ গাড়ি থেকে দলীয় কর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। বর্তমান সরকারের সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়েছে, এই অবস্থা থেকে আবার উত্তরণের জন্য কংগ্রেসকে জয়ী করার আহবান রাখেন। দলীয় প্রচার কর্মসূচি শেষে আবার রাজ্য ত্যাগ করেন। ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে দল-মত নির্বিশেষে মানুষ রাস্তা সহ বাড়ি ঘরের ছাদে দাঁড়িয়ে ছিলেন স্বচক্ষে দেখার জন্য।
0 মন্তব্যসমূহ