আগরতলা, ৩ এপ্রিল : নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে শাসক দল বিজেপি প্রচারে আরো তেজি ভাব নিয়ে আসছে। এর অংশ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার জন সম্পর্ক অভিযান কর্মসূচী করেন। এদিনের এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রচার কর্মসূচিতে বেরিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে ভোটের আবেদন করেন। নানা বয়সী মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। প্রার্থী দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের উন্নয়নের বিষয় সাধারণ মানুষের সামনে তোলে ধরে ভোট চাইছেন। মানুষের মধ্যে থেকে ভালো সাড়া মিলছে বলেও জানান।
বিজেপির একটাই লক্ষ্য উন্নয়ন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা সকলে উন্নয়ন চাইছেন। উন্নয়নের বার্তা নিয়ে মানুষের বাড়ী যাচ্ছেন বলে জানান।
0 মন্তব্যসমূহ