আগরতলা, ১০এপ্রিল : লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির তারকা প্রচারকরা রাজ্যে আসতে শুরু করেছেন। আগামী ১৫ই এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কুমারগাটের পি ডব্লিউ ডি মাঠে জনসভার করার কথা রয়েছে। আগামী ১৭ এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রচারের শেষ দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সভা করবেন। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য মুখ্যপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি আরো জানান রাজ্যের সাধারণ মানুষের ওই কান্তিক ইচ্ছা লোকসভা নির্বাচনের আগে যেন প্রধানমন্ত্রী রাজ্যে আসেন। রাজ্যবাসীর এই আবদার মেনে নিয়ে তিনি রাজ্যে আসছেন।
0 মন্তব্যসমূহ