Advertisement

Responsive Advertisement

কৃতি সিং দেববর্মণের সমর্থনে নির্বাচনী জনসভায় বাগবাসায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব

অয়ন নাগ, ধর্মনগর, ২০ এপ্রিল : ইতিমধ্যে ১৮ তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়ে গেল ১৯ এপ্রিল শুক্রবার। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে। তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে ঝড় প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকালে ট্রেন যোগে আগরতলা থেকে সকাল এগারোটায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব। রেলস্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান। তারপর ঠিক সাড়ে এগারোটায় তিনি চলে যান বাগবাসা‌ বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায়। 
এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ,পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষন দাসসহ অন্যান্যরা। 
এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন। সাথে কংগ্রেস সিপিআই(এম) দলকে তীব্র ভাষায় তুলোধুনো করেন। তিনি বলেন,আগে সিপিআই(এম) এর নেতা নেতৃর ব্যাগ থেকে রোজভেলি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হত,আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার স্লিপ বের হচ্ছে।বর্তমানে কংগ্রেস সিপিআই (এম) দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্ধিহান দেখা দিয়েছে। তারা এভাবেই পঁচিশটা বছর গোপন আঁতাত করে রাজ্য বাসীকে বোকা বানিয়েছিল। তিনি আরো বলেন,২০১৫ সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর একশো জন কার্যকর্তা এক জোট করা যেতো না। মানুষ তাঁকে নিয়ে পরিহাস করতেন, হাসাহাসি করতেন। শুক্রবারের পশ্চিম আসনের ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন।প্রথম ধাপের ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে। তবুও কংগ্রেস সিপিআই (এম) বলছে অবাদ ভোট নাকি হয়নি। পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়া সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে প্রনাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব। তারপর সেখান প্রসাদ গ্রহন করে ঊনকোটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ