অয়ন নাগ, ধর্মনগর, ২৭এপ্রিল: মন্টু বোরা সিআরপিএফের ১২৪ নং ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল। তার বাড়ি আসামের বরপেটা। শুক্রবার ২৬এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের দিন তার ডিউটি ছিল ৩৩/৫৭ বিধানসভা কেন্দ্রের উপ্তাখালি পঞ্চায়েত অফিসের ভোটগ্রহণ কেন্দ্রতে। এই ভোট গ্রহণ কেন্দ্রে একটা সময় মহিলাদের বেশ বড় লাইন ছিল। তাদের মধ্যে এক মহিলা ছোট বাচ্চাকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বেশ কষ্ট হচ্ছিল। তখন মন্টু বাবু হঠাৎ করে এত কষ্ট জর্জরিত অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে বলেন বাচ্চা শিশুটিকে উনার কাছে দিয়ে দিতে। একদিকে কাঁদে বন্দুক নিয়ে ও কোলে বাচ্চা নিয়ে বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর মহিলা ভোট দিয়ে এসে বাচ্চাটিকে পুনরায় নিজের কোলে নেন। বাচ্চা শিশুটি যখন মন্টু বাবুর কোলে ছিল উনার ছবি মোবাইলে বন্দী করে নেন লাইনে দাঁড়ানো মানুষ। কিছুক্ষণের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে।
এতে সিআরপিএফ কর্তৃপক্ষ এই জওয়ানের সামাজিক দায়িত্ববোধের কাজে খুশি হয়ে আড়াই হাজার টাকা পুরস্কার ঘোষিত করেন। পাশাপাশি উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীও বিশেষ সম্মাননায় ভূষিত করেন মন্টু বাবুকে।
0 মন্তব্যসমূহ