অয়ন নাগ, ধর্মনগর, ১৭ এপ্রিল : ১৭ এবং ১৮ এপ্রিল এই দুইদিন পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পরপর শুরু হয়েছে। যারা ৮৫বছরের বেশী বয়সী ও দিবাঙ্গ, পুলিংস্টেশনে এসে ভোট দেওয়া কষ্টকর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট নেওয়া হচ্ছে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই কাজ।
এই বিষয়ে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা ARO শ্যামজয় জমাতিয়া জানান, এদিন সকাল ৯টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাতটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে। প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ, একজন মাইক্রোও অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব দুই দিন চলবে এবং বিকাল ৫ টার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবেন।
0 মন্তব্যসমূহ