আগরতলা, ২২এপ্রিল : তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বুঝতে পেরেছেন যে পাহাড়ি বাঙালি জনজাতি সকল অংশের মানুষ একযোগে কাজ না করলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, রাজ্যবাসী উন্নয়নের কথা চিন্তা করে তাই তিনি বিজেপি সঙ্গে শামিল হয়েছেন। এই অভিমত ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর। সোমবার পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের অন্তর্গত কল্যাণপুর বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন তিনি।
সেই সঙ্গে আরো বলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে শক্তিশালী করতে হবে। বর্তমানে সারা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী মোদির উন্নয়নের জোয়ার বইছে। তাই সারা রাজ্যের মানুষ বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা দলকে যেভাবে কাছে টেনে নিয়েছে এক্ষেত্রে পিছিয়ে নেই কল্যাণপুর এলাকার মানুষও। তাই কল্যাণপুরেও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করবেন সাধারণ ভোটাররা। বামেরা টানা ২৫ বছর ত্রিপুরা রাজ্য শাসন করেছে। তাদের সময়ে কংগ্রেস নেতা কর্মীদের অনেককে খুন করা হয়েছে বা রাজ্য থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। একইভাবে কল্যাণপুরেও কংগ্রেস করার অভিযোগে বহু বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে অনেককে খুন করা হয়েছে। তাদের স্মৃতিতে কল্যাণপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় বহু শহীদ বেদী তৈরি করা হয়েছে। তিনি প্রশ্ন করেন এই শহীদ বেদীগুলিতে এখনকে মালা দেবে। কারণ কংগ্রেস এবং বামেরা এক হয়ে ভোটের ময়দানে লড়াই করছে আর শহীদ বেদীগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছে। এই সকল শহীদদের পরিবারের সদস্যরা কখনোই এই জোট মেনে নেবে না বলেও জানান তিনি।
এদিনের এই সমাবেশে তোদের বিজেপি সভাপতি পাশাপাশি অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং সরিক দল গুলির নেতারা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ