Advertisement

Responsive Advertisement

কবি দিপ্সি দে'র দু'টি কবিতা


           বসন্ত মল্লারের রাত

                                        দিপ্সি দে


আলো হয়ে আসো
মুছে দাও সমস্ত অঘটনের দাগ
কলঙ্ক নয় ভালবাসা যে রঙ ছড়ায় সে কথা জানুক আগামী,

মুখোমুখি বসুক কবিতা ও রাগের আসর ,
তোমার মধ্যেই কবিতার জন্ম দেখব।
    তবুও তুমি আসো।

বুনো ফুলের গন্ধ নিয়ে আকাশের মেঘ কেটে গেলে অথবা ঝড়ের রাতে তুমি হয়ে উঠো নতুন শব্দ আর সব।

                 ---------------------------------

একটু সরে দাঁড়ান

                                দিপ্সি দে


কবিতার হুক খুলছে
বেয়াদব শব্দের পাহাড়
কবিতাকে জাগাও
সপাটে লাথি মারো কবিতার দরজায়

২ 
ভেতরে প্রবেশ করো আরো গভীরে গিয়ে খুঁজে দেখো
কবিতা প্রতারক ভ্রুণের মতো দলা পাকিয়ে ঘুমোচ্ছে 
আর হাত পা নাড়ছে লাথি মারছে পেটের ভেতরে থাকা শিশুর মতো

  কবিতা জেগে উঠলে তাকে বলে দাও
লালজলের বদলে খেয়ে নিতে পারে পাতি লেবুর রস
বমি করতে দাও নেশা কেটে গেলে ধরা দিক,

কবিতার জন্য দরজা খোলা
    প্লিজ কাম ডিয়ার
আমি তোমাকে বৃষ্টিতে ভেজাব।
              
 

                               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ