ধর্মনগর, ২৫ এপ্রিল : সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল তৈরীর উন্মাদনায় পাগল একাংশ মানুষ। যেখানেই যাচ্ছেন সেখানেই তারা বিল তৈরিতে ব্যস্ত। বিয়ের বিয়ের বাসর থেকে শ্মশান ঘাট সব জায়গাতেই তাদের রিল তৈরি করতে হয়। এবার লোকসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বপ্রাপ্ত এক কর্মীকে রিল তৈরি করতে দেখা গেল। শুক্রবার পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের উড গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তাই বৃহস্পতিবার এই লোকসভা কেন্দ্র অন্তর্গত বিভিন্ন সেন্টার থেকে ভোট কর্মীদের ভোটের কাজের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। কারণ সামগ্রিক প্রধান কেন্দ্র থেকে সবকিছু সঠিকভাবে মিলিয়ে না গেলে গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট নেওয়া সম্ভব নয়। তাই ভোটের কাজে যুক্ত সকল স্তরের কর্মচারীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবকিছু মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিuয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওয়ান। কিন্তু এদিন ধর্মনগরের বি বি আই'র ভোটের সামগ্রী প্রধান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক কর্মীকে বানাতে দেখা গেল। গলায় নির্বাচন দপ্তরের দেওয়া আইডি কার্ড গ্রহণের কাগজপত্র নাড়াচাড়া করে রিল তৈরি করেন এবং এই রিল তার নিজ সঞ্চিতা রায় নামের ফেইসবুক একাউন্ট থেকে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেন। এই ভিডিওটি ভাইরাল হতেই প্রশ্ন করতে শুরু করেছে। নির্বাচনের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সরকারি কর্মী কি করে এই দায়িত্বকে হালকাভাবে নিয়ে রিল তৈরি করতে পারে। নির্বাচন কমিশন এখন কি পদক্ষেপ গ্রহণ করে এটাই দেখার বিষয়।
( এই রিলের ভিডিও আমাদের ফেইসবুক পেজে রয়েছে )
0 মন্তব্যসমূহ