আগরতলা, ২৭এপ্রিল: এখন গ্রীষ্ম কাল চলছে, তাই তীব্র দাবদাহ। গরমের দাপটে নাকাল মানুষ। রাজ্যের উপর দিয়ে বয়ে চলছে তাপস প্রবাহ এই জন্য ত্রিপুরা সরকারের তরফে সব স্কুল চার দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নানা কাজের জন্য তীব্র গরমকে উপেক্ষা করেও ঘর থেকে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে, এই অবস্থায় সামাজিক কাজ হিসাবে জলসত্রের আয়োজন করছেন রাজ্যের তরুণ তুর্কি সমাজসেবী কমল মল্লিক এবং তার সহযোগীরা। শনিবার তিনি তার শত কাজের ব্যস্ততার মাঝেও তপ্ত দুপুরে নিজ হাতে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালক সহ সাধারণ মানুষদের মধ্যে তরমুজ এবং কোমল পানীয় বিতরণ করেন।প্রখর রোদে মানুষ যেন কিছুটা তৃপ্তি পান এইজন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। সঙ্গে তার অনুগামীরা ছিলেন। এবারে তিনি প্রথম এমন কাজ করেছেন তা কিন্তু নয়। সারা বছর ধরে তিনি এমন সব নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। নিজের উদ্যোগে ফুটপাতবাসি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, অনেক সময় বহু অনুষ্ঠান বাড়িতে অবশিষ্ট খাবার রয়ে গেলে তিনি তা সংগ্রহ করে মানুষদের মধ্যে বিলিয়ে দেন। এমন কি তিনি তার জন্মদিন উপলক্ষে তারকা খচিত হোটেলে গিয়ে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন না করে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেন। তার এইসব গুণাবলীর জন্য তিনি ইতিমধ্য মানুষের হৃদয় কমললে স্থান করে নিয়েছেন।
এই দিকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর্স এসোসিয়েশনের উদ্যোগেও এদিন জল দানের আয়োজন করা হয়।এদিন শহরের ৫টি জায়গায় মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও মেয়র ইন কাউন্সিল রত্না দত্ত। মেয়র ডিস্ট্রিবিউটর্স এসোসিয়েশনের এই উদ্যোগের বেশ প্রশংসা করেন। পাশাপাশি মানুষকে এই গরমে সতর্ক থাকার আহ্বান জানান মেয়র। এর আগেও বিভিন্ন সংগঠন এই ধরণের সামাজিক কাজ করেছে। আগামী দিনেই হবে বলে আশা করা যায়।
0 মন্তব্যসমূহ