আগরতলা, ১৬ এপ্রিল : পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। প্রতিদিনই না না জায়গায় প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ৬ আগরতলা বিধানসভার পুরনিগমের ৮ নং ওয়ার্ডর ৫২ নং বুথের মেঘলিমুড়া এলাকায় বিপ্লব কুমার দেবের সর্মথনে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার।
এদিন তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর শম্পা সেন সরকার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা। এদিন বিজেপি প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচারে বের হয়ে জনগণের বিপুল সাড়া পরিলক্ষিত হচ্ছে। নিশ্চিত বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। এদিন তিনি জনগণের কাছে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে আহ্বান জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ