Advertisement

Responsive Advertisement

নিজ ঘর থেকে মহিলার বিবস্ত্র পঁচাগলা মৃত দেহ উদ্ধার

আগরতলা, ৩ এপ্রিল : নিজ ঘর থেকে এক মহিলার বস্ত্রহীন পঁচাগলা মৃত দেহ উদ্ধার। ঘটনা রাজধানী আগরতলার পার্শবর্তী আমতলী থানার অন্তর্গত পঞ্চমুখ এলাকায়। মৃত মহিলার নাম মীরা দেব, বয়স ৫৫ বছর । তিনি গৃহ পরিচারিকার কাজ করতেন বলে আত্মীয় পরিজনরা জানান। ঘটনা ঘিরে বুধবার এলাকায় তীব্রচাঞ্চল্য ছড়িয়ে পরে। আত্মীয় পরিজনরা আরো জানান বিগত ১০ - ১২ দিন ধরে ওই মহিলার সঙ্গে কারোর যোগাযোগ ছিল না। তিনি বাড়িতে একাই থাকতেন। এলাকায় পঁচা দুর্ঘন্ধ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যায় আমতলী পুলিশ ও মৃতার আত্মীয় পরীজনদের ডেকে আনে। ঘরের ভিতর দিক থেকে দরজা লাগানো থাকায় দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢুকে ও দেখা যায় অনাবৃত শরীরে চিৎ হয়ে পড়ে আছে দেহ। তারপর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতাল পাঠানো হয়। ঘটনাস্থলে যায় ফরেনসিক টিমও। মহিলাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মীয় পরিজনদের অভিযোগ একাকিত্বের সুযোগ কেউ হয়তো ধর্ষণ করে খুন করে পালিয়ে গেছে। তবে ফ্রেন্ডশিপ রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ