আগরতলা, ১৪ মে : রাজ্যের মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছেন কেন ? এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ একের পর এক নারী ঘটিত অপরাধ ঘটছে। বাদ যাচ্ছে না নাবালিকারাও। অথচ পুলিশ অপরাধীদের পার পাইয়ে দিচ্ছে। এই অবস্থায় রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা। তাই এদিন পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পুলিশের কাছে জবাব চান তারা, কেন নারী ঘটিত অপরাধে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্য মন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান তুলেন মহিলা কংগ্রেসের কর্মীরা। এদিন কর্মসূচির নেতৃত্বে ছিলেন শ্রেয়সী লস্কর। অবিলম্বে রাজ্যের সকল স্তরের মহিলাদের নিরাপত্তার দাবি জানান তিনি।
0 মন্তব্যসমূহ