অয়ন নাগ, ধর্মনগর, ৭ মে : উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী বর্তমানে ছুটিতে রয়েছেন। এই সময় উত্তর জেলার দায়িত্বে রয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। মঙ্গলবার তিনি স্বরজমিনে খতিয়ে দেখতে আসেন ধর্মনগরে এবং উত্তর জেলার অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ধর্মনগর বাড়িতে চুরি হয়েছে সেসব বাড়ি পর্যবেক্ষণ করেন। বাড়ির মালিকসহ অন্যান্যদের সঙ্গে কথা বলে চুরি সংক্রান্ত নানা তথ্য জানেন। সবশেষে সংবাদ মাধ্যমকে বলেন পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে খুব দ্রুত চুরি কাণ্ডে জড়িতদের জালে তোলা সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ