Advertisement

Responsive Advertisement

ধর্মনগরে একের পর এক চুরির ঘটনায় লাগাম টানতে উদ্যোগ নিল পুলিশ

অয়ন নাগ, ধর্মনগর, ৭ মে : উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী বর্তমানে ছুটিতে রয়েছেন। এই সময় উত্তর জেলার দায়িত্বে রয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। মঙ্গলবার তিনি স্বরজমিনে খতিয়ে দেখতে আসেন ধর্মনগরে এবং উত্তর জেলার অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ধর্মনগর বাড়িতে চুরি হয়েছে সেসব বাড়ি পর্যবেক্ষণ করেন। বাড়ির মালিকসহ অন্যান্যদের সঙ্গে কথা বলে চুরি সংক্রান্ত নানা তথ্য জানেন। সবশেষে সংবাদ মাধ্যমকে বলেন পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে খুব দ্রুত চুরি কাণ্ডে জড়িতদের জালে তোলা সম্ভব হবে। 
 ধর্মনগর এলাকায় যেভাবে একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে তাতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। রীতিমতো আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন ধর্মনগরবাসী। তারা চাইছেন পুলিশ যেন শক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ