ঢাকা, ৯ মে : বাংলাদেশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ এদুর্ঘটনা ঘটে বলে জানা যায়। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ পেছনের দিকে আগুন দেখা যায়।
এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলি নদীতে পড়ে। সেটি খুঁজতে বাংলাদেশ নৌ-বাহিনীর টাগবোটসহ ডুবুরি, ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। পাইলট ও কো পাইলটকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর এক পাইলটের মৃত্যু হয়। তবে বিপর্যস্ত বিমানটির খোঁজ এখনও পাওয়া যায়নি বলে খবর।
0 মন্তব্যসমূহ