Advertisement

Responsive Advertisement

মা ঊষার চেরিটেবল ট্রাস্ট'র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন



আগরতলা, ৮ মে : সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার কথা চিন্তা করে বছরব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য শিবির, ঔষধ বিতরণ, ডায়াবেটিস চিহ্নিতকরণ, ব্লাড প্রেসার মাপাসহ স্বাস্থ্য সম্পর্কিত নানা সামাজিক কর্মসূচি পালন করে আসছে আগরতলা সুপরিচিত মা ঊষার চেরিটেবল ট্রাস্ট। মানুষের স্বাস্থ্যরক্ষার পাশাপাশি এবার পরিবেশ রক্ষার জন্য হাত বাড়িয়ে দিল এই সামাজিক সংস্থা। পরিবেশ রক্ষার কর্মসূচির অংশ হিসেবে বুধবার সংস্থার তরফে রাজধানী আগরতলার বড়দোয়ালী এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন ৩০ টি দেবদারু এবং নিম গাছ রোপন করা হয়। যুব সংঘ মাঠে এই গাছের চারা গুলো রোপন করা হয়। উপস্থিত ছিলেন মা ঊষার চেরিটেবল ট্রাস্ট'র সম্পাদক ডা সুশান্ত রায় সহ স্থানীয় ক্লাবের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষ। সংস্থার এই কাজের প্রশংসা করেন এলাকাবাসী। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি জারি রাখা হবে বলে জানান ডা সুশান্ত রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ