Advertisement

Responsive Advertisement

পানিসাগর থানার পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো


 অয়ন নাগ, ধর্মনগর, ৮ মে : উত্তর জেলার অন্তরর্গত শনিছড়ার চানপুরের বাসিন্দা ফারুক উদ্দিনের ছেলে তার বাইকটি নিয়ে পদ্মবিলের জনৈক ব্যক্তির কাছে টাকা খুঁজতে যায়। সেখান থেকে ফিরে পানিসাগর থানাধীন নোয়াগাং এলাকার এক দোকানের সামনে পালসার বাইক রেখে কথাবার্তা বলার সময় বাইকটি চুরি হয়। আনুমানিক রাত আটটা নাগাদ ঘটে এই ঘটনার। চুরি যাওয়া বাইকের নম্বর সহ থানায় একটি ডায়েরি করা হয়। অভিযোগ পেয়ে বাইকটিকে উদ্ধার করার জন্য পানিসাগর থানার ওসি দেবজিত চ্যাটার্জী খোঁজখবর নিতে থাকেন। অবশেষে খোঁজপাওয়া যায় যে বাইকটি আসামের পাথারকান্দির একটি গ্রামে রয়েছে। বাইকটি খোঁজার জন্য এসআই রাজীব অধিকারী তার টিম নিয়ে এবং আসাম রাজ্যের পাথারকান্দি থানার সাহায্য নিয়ে ওই এলাকা ঠেকে বাইকটিকে উদ্ধার করে পানিসাগর থানায় নিয়ে আসে। বাইক ফিরে পেয়ে মালিক ফারুক উদ্দিন ওসি ওসি দেবজিত চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ