আগরতলা, ৮ মে : খুব দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কিডনি এবং লিভার প্রতিস্থাপন পরিষেবা চালু করা হবে। এর ফলে রাজ্যের রোগীদের বহি:রাজ্যে গিয়ে অযথা বেশি টাকা খরচ করতে হবে না চিকিৎসার জন্য, এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটি রাজনৈতিক দলের নেতা থেকে মন্ত্রী বিধায়ক সকলে ব্যস্ত রয়েছে। রাজ্যের শাসক দল বিজেপির নেতা মন্ত্রীরা এখন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার শেষে মঙ্গলবার রাজ্যে এসেছেন, নির্বাচনী প্রচারে আবারও বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গে চলে যাবেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যে থাকলেও প্রশাসনিক কাজকর্মে কোন ধরনের ঢিলেঢালা মনোভাব নেই মুখ্যমন্ত্রীর। তাই তিনি বুধবার রাতে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রেফারেল হাসপাতাল আগরতলার "আইজিএম হাসপাতাল" পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরী বিভাগ থেকে শুরু করে অন্যান্য প্রায় সকল বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকসহ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রোগীদের সব ধরনের তথ্য অনলাইনে মজুদ রাখার জন্য আভা নামের যে অ্যাপ তৈরি করা হয়েছে তা কি করে কাজ করবে, কোথায় বসে হাসপাতালের কর্মীরা এই অ্যাপ পরিচালনা করবেন, এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন ডাক্তার দেখানোর ক্ষেত্রে রোগীরা তা খতিয়ে দেখেন।
সবশেষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সংবাদ মাধ্যমকে বলেন, হাসপাতালের পরিকাঠামো সরে জমিনে খতিয়ে দেখার জন্য তিনি এদিন পরিদর্শন করেছেন। পরিষেবার মান ভালো রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আরো একটু উন্নত করার প্রয়োজন। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল খামতি রয়েছে তা দূর করতে পারলেই হাসপাতালের পরিষেবার মান আরো উন্নত হয়ে যাবে। এই বিষয়গুলো খতিয়া দেখার জন্য তিনি মাঝে মাঝেই হাসপাতালে আসবেন বলে জানান। পরিষেবা ভালো করার জন্য পরিকাঠামর উন্নতি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। আভা অ্যাপ ব্যবহার করে রোগীরা দীর্ঘ সময় লাইনে না দাঁড়িয়ে সরাসরি ডাক্তারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং খুব দ্রুত ও ঘরে বসেই তারা জেনে যাবেন কখন ডাক্তার পাওয়া যাবে। সেই মতো তারা হাসপাতালে এসে অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখিয়ে চলে যেতে পারবেন। এই পরিষেবা যাতে বেশি করে মানুষ ব্যবহার করে এই জন্য আহ্বান রাখেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আগরতলা সরকারী মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রোগীও ইতিমধ্যে চিহ্নিত করে রাখা হয়েছে কিডনি প্রতিস্থাপনের জন্য বলে জানান। রাজ্যে এই পরিষেবা চালু হলে বহি:রাজ্যে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। এর পরবর্তী ধাপ হিসেবে লিভার প্রতিস্থাপন করার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।
তার সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য অধিকর্তা, হাসপাতাল সুপারেন্টেন সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং আধিকারিকরা ছিলেন।
0 মন্তব্যসমূহ