নিউজটির ভিডিও দেখার জন্য ক্লিক করুন লিংকে 👈উৎপল বৈদ্য বিলোনিয়া, ৩১ মে : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমাণ বিলেতি মদ সহ এক ব্যাক্তিকে পুলিশ আটক করে। আটক ব্যাক্তির নাম হানিফ মিয়া। শুক্রবার সন্ধ্যা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া থানাধীন সারসীমা শিকারি পাড়া এলাকার হানিফ মিয়ার বাড়িতে । বিলোনিয়া থানার পুলিশ ও ৪৫ নং বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান চালিয়ে বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিএসএফের জওয়ানরা।
তল্লাশি চালিয়ে পুলিশ হানিফ মিয়ার ঘর থেকে বিলেতি মদের কাটুন উদ্ধার করে। পাশাপাশি বাড়ির মালিক হানিফ মিয়াকে আটক করে পুলিশ। এরপর পুলিশ উদ্ধারকৃত বিলেতি মদ সহ হানিফ মিয়াকে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। মোট ৯৫ টি মদের বোতল উদ্ধার করে পুলিশ। জানা যায়, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই মদের বোতল অবৈধভাবে মজুদ করে রাখে হানিফ মিয়া। পুলিশ এনডিপিএস এক্টের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। কারা এই পাচার কাজে যুক্ত আছে তা জানার চেষ্টা করছে।
0 মন্তব্যসমূহ