আগরতলা, ৫ মে : গোপন সূত্রে পাওয়ার খবরের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ চার জন শিশু সহ মোট ১১ জন বাংলাদেশীকে আটক করল। শনিবার দক্ষিণ জেলার গন্ডাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয় । গন্ডাছড়া থানার পুলিশ জানিয়েছে তারা প্রায় এক বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। ব্যাঙ্গালুরুতে কাজের সন্ধানে। গত ৩০ এপ্রিল কলকাতায় ট্রেনে এসে শিয়ালদা থেকে ২ মে রওনা হয়, গতকাল আমবাসা রেল স্টেশনে পৌঁছে বিকাল চারটায়। গতকালই দুটি অটো নিয়ে গন্ডাছড়ায় মাছকুম্ভির এলাকায় রাত্রিযাপন করেন। সকালে গন্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত ও এসডিপিও বাপ্পি দেববর্মা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে তাদেরকে আটক করে গন্ডাছড়া মহকুমা থানায় নিয়ে আসেন। তাদের কাছ থেকে ট্রেন টিকিট, বাংলাদেশী নগদ ১৫২২ টাকা সাথে বাংলাদেশের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যায়। এদিনই গন্ডাছড়া মহকুমা কোর্টে তাদের সোপর্দ করা হয়। ধৃতরা হল গুলি হল- মো: মামুন সরদার ২৯, রোমা বেগম ২৫, পবিন সরদার ৩৫, চান মিয়া অকন ৩৫, মহারাজ শেখ ২৫, রাজিব হোল্ডার ২২, আফসনা আকতার ২২. ফেরলাস শেখ ৩০ এবং তাদের সবার ঠিকানা বাংলাদেশ, বগারহাট জেলায়।
0 মন্তব্যসমূহ