আগরতলা, ২৩ মে : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলো। বৃহস্পতিবার আমতলী থানায় বসে ত্রিপুরার পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে জানান, আগাম খবরের ভিত্তিতে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ'র ৪২ নম্বর ব্যাটেলিয়নের সি কোম্পানি যৌথ ভাবে অভিযান চালায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকায়।
মতিনগর স্কুল সংলগ্ন এলাকার সুন্দর আলীর বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক। এর মধ্যে রয়েছে ৫৯ হাজার ২০০পিস ইয়াবা ট্যাবলেট ৫০বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল। সেই সঙ্গে উদ্ধার হয় বাংলাদেশি ২৩ হাজার ৫ শো ৫০ টাকা এবং একটি অত্যাধুনিক পিস্তল সহ ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা বুলেটসহ অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র। সেই সঙ্গে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আর কে কে এই পাচার বাণিজ্যে জড়িত রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আটককৃত নেশা সামগ্রী গুলির মূল্য ১ কোটি টাকার বেশি হবে বলেও জানান।
0 মন্তব্যসমূহ