পুরী , ১৩ মে : লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে ব্যাস্ত জননেত্রী প্রতিমা ভৌমিক। তিনি এখন উড়িষ্যায় দলের হয়ে প্রচার করছেন। সোমবার একাধিক জায়গায় প্রচার করেন। প্রথমে উড়িষ্যার পুরী লোকসভা কেন্দ্রের অন্তর্গত সত্যবাদী বিধানসভা কেন্দ্রের মান্দ্রাবাস্তা মন্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ এবং কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন।
এরপর পুরী লোকসভা কেন্দ্রে পুরী লোকসভা কেন্দ্রের অন্তর্গত কানাস মন্ডলে কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন এবং সকলকে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী মোদীকে ভোট করার জন্য আবেদন জানান। পাশাপাশি কানাস ব্লকের কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন। জন নেত্রীকে ঘিরে স্থানীয় এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ