ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে শিলচরগামী বাসে করে যাত্রী সেজে গাঁজা পাচারের সময় আসাম ত্রিপুরা সীমান্তের ত্রিপুরা অংশের চুড়াইবাড়ি থানার পুলিশের নাকা পয়েন্টে তল্লাশি সময় ধরা পড়ে এই পাচারকারীরা। ধৃতরা হলো অমর নাথ (৩৫) বুলু কুমার রায় (৩৯), সত্য রঞ্জন গিল(৪৩), বুলু সিং (২৮) ও তার স্ত্রী শিবানী রাণী (২৪) তাদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলার রুস্তুমপুর গ্রামে। সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার হয়। এগুলোর মূল্য প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে চুড়াইবাড়ি থানার পুলিশ। বুধবার ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হবে বলে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ