Advertisement

Responsive Advertisement

রাজধানীতে দিনের বেলায় চুরি করতে এসে ধরা পড়ল দুই চোর

আগরতলা, ১৭ মে : দিনের বেলায় আগরতলা শহরের প্রাণ কেন্দ্র উত্তর গেট এলাকায় চুরি করতে এসে আমজনতার হাতে ধরা পড়লো দুই চোর। আরো এক চোর পালিয়ে যেতে সব কম হয়। 
একাংশ চোরের জ্বালায় অতিষ্ঠ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। নিয়মিতভাবে পুলিশে অভিযানে ধরা পড়ছে চোর তারপরও চোরেদের উপদ্রব কমার নাম নিচ্ছে না। শুক্রবার প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলার উত্তর গেট সংলগ্ন একটি বিয়ে বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে দুই চোর। এই বিয়ে বাড়ির কর্মচারীরা জানান চোরের দল পেছনের দিকে প্রবেশ করে এবং বিয়ে বাড়ির বড় বড় আকারের বাসনপত্র বের করে নিয়ে যাচ্ছিল। এই সময় বিয়ে বাড়িতে কেউ ছিল না এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েছিল চোরের দল। তারা যখন সামগ্রীগুলি নিয়ে যাচ্ছিল তখন বিয়ে বাড়ির কয়েকজন কর্মী চলে আসেন। মোট তিন চোর এদিন এসেছিল। উপস্থিত সকলে মিলে দুই চোরকে ধরতে সক্ষম হলেও দৌড়ে পালিয়ে যায় এক চোর। তখন তারা চোরেদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ