আগরতলা, ৭ মে : কলকাতায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরহিত্য করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। এই বৈঠকে দলের পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক কিশোর বর্মন, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মৌসুমী দাস সহ অন্যান্যরা। বাংলায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচার ও সূক্ষ্ম প্রস্তুতির উপর দৃষ্টি নিবদ্ধ করে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে মত বিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ