Advertisement

Responsive Advertisement

আগরতলায় ব্যাবসায়ীদের জন্য মেগা লাইসেন্স শিবির অনুষ্ঠিত


আগরতলা, ১৪ মে : ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ও বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় ১৩মে এবং ১৪মে বিভিন্ন ব্যবসায়ীদের উপস্থিতিতে এক মেগা লাইসেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই শিবিরে ট্রেড লাইসেন্স, ফুড স্টাফ লাইসেন্স, ফেসসই লাইসেন্স , প্রপার্টি ট্যাক্স এবং তৌজি রেন্ট এবং লিগ্যাল মেট্রোলোজি ডিপার্টমেন্ট এর অন্তর্গত ওয়েট এন্ড মেজারমেন্ট লাইসেন্স নতুন ও পুরাতন লাইসেন্স রিনিউ করা হয়। রাজধানী আগরতলার নেতাজী সুভাষ রোডের বাণিজ্য ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। আগরতলার নেতাজী সুভাষ রোড এলাকার ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তলাম পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান এই দুই দিনে ২৫৪জন ব্যাবসায়ী নানা ধরণের লাইসেন্স নেন। এই শিবিরের ফলে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়েছে, তারা খুব সহজে ও দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স নিয়েছেন ও অনেকে নবিকরণ করেছেন বলে জানান তমাল পাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ