বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে : আগরতলার পাশাপাশি দক্ষিণ জেলা থেকেও পাঁচ বাংলাদেশী আটক। শুক্রবার রাত্রিবেলায় গোপন খবরের ভিত্তিতে বগাফা রোড এলাকায় অভিযান চালায় শান্তিরবাজার থানার পুলিশ। অভিযানে পাঁচ বাংলদেশীকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে সংবাদ মাধ্যমকে জানান শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লস্কর। কাজের সন্ধানে তারা অবৈধ ভাবে ত্রিপুরায় এসেছে বলে জানায়। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার এই পাঁচজনকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয় বলেও জানান ওসি।
0 মন্তব্যসমূহ