আগরতলা, ২৪ মে : আগরতলা রেল ষ্টেশনে আবারও ধরা পড়েছে চার বাংলাদেশি। এদের মধ্যে তিন জন যুবতী এবং এক যুবক ধরা পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ ঘুমে তাই অবাদে বাংলাদেশী নাগরিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনায়েসে ঢুকে পড়ছে ত্রিপুরা রাজ্যে।
শুক্রবার আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশির সময় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালালে তারা জানায় বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের নাম যথাক্রমে, শুকলাল দেবনাথ, রোজিনা বেগম, রুমা আক্তার এবং কাকলি বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে আগরতলা থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের সবাইকে ভারতীয় পাসপোর্ট আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে তুলে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন ওসি।
0 মন্তব্যসমূহ