নিউজটির ভিডিও দেখার জন্য লিংকে ক্লিক করুন 👈উৎপল বৈদ্য, বিলোনিয়া, ১৭ মে : নাশকতার আগুনে পুড়ে ছাই মাক্সিমো গাড়ি। ঘটনা বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্ত্বর এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ। গাড়ির নাম্বার যথাক্রমে টিআর০১এম ০৬২৪। মালিকের নাম টুটোন দে। এই গাড়িটি প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ করে বিলোনিয়া ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্যই ব্যবহার করেন। টুটনদের স্ত্রী জানান যে গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম ডেকে তুলেন। ঘুম থেকে উঠে তারা দেখতে পান যে গাড়িটির চতুরদিকেই আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় গাড়িতে জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেয়া সম্ভব হয়েছিল। তাদের বক্তব্য অনুসারে এই আগুন কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি এটা শত্রুতা উদ্ধার করার জন্য পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। রুজি রোজগারের একমাত্র সম্বল হারিয়ে গৃহস্থের আত্মচিৎকার করা ছাড়া আর কোন উপায় নেই। এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলার রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত করে রিপোর্ট পেশ করবে বলে জানা যায় থানা তরফে থেকে। কিসের থেকে আগুন তা কিন্তু কোনভাবেই সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না তদন্তকারী অফিসার থেকে সাধারণ মানুষ। এখন দেখার নাশকতা নাকি অন্য কিছু তা খোলস ছাড়িয়ে বেরিয়ে আসবে পুলিশি তদন্তে।
0 মন্তব্যসমূহ