আগরতলা, ২৯ মে : সাম্প্রতিক কালে তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণ জয় রাজ্যের মেয়ে এবং ভারতের প্রথম অলিম্পিয়ার জিমন্যাস্ট গর্ব দীপা কর্মকার। প্রতিযোগিতা শেষে অর্জন পুরস্কার প্রাপ্ত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত তার কোচ বিশ্বেশ্বর নন্দী আগরতলায় ফিরে এসেছে। ত্রিপুরা রাজ্য তথা ভারতের জন্য এই সম্মান অর্জন করায় তাদেরকে সংবর্ধিত করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। মঙ্গলবার দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে মহাকরণে শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এই অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে দীপা ও তার কোচকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান তিনি। এই সময় মহাকরণের সঙ্গে দীপার বাবাও ছিলেন।
0 মন্তব্যসমূহ