অয়ন নাগ, ধর্মনগর, ২৩ মে : ধর্মনগরে মৎস্য দপ্তরের পুকুর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর রানা দিঘির পাশের মৎস্য দপ্তরের পুকুরে ভাসমান অবস্থায় একটি দেহ দেখতে পান স্থানীয় এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেইসঙ্গে আসে পুলিশও। মৃতদেহ হওয়ায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জল থেকে তুলে নিন। তাদের বক্তব্য জীবিত হলে অবশ্যই তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেন। যেহেতু মৃত্যু হয়েছে তাই পুলিশের দায়িত্ব। পরবর্তী সময়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের পরিচয় জানা গেছে। মৃত যুবকের নাম পাপ্পু দাস, বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি ধর্মনগরের শিববাড়ি এলাকায়। নেহাত জলে ডুবে মৃত্যু না অন্য কোন ঘটনা রয়েছে এর পেছনে, ঘটনার তদন্তে ধর্মনগর থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেঅভিমত পুলিশের।
0 মন্তব্যসমূহ