Advertisement

Responsive Advertisement

নানা ইস্যুতে সরকারের সমালোচনায় মুখর সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি


আগরতলা, ৮ মে : সুখ নিদ্রায় রাজ্যের প্রশাসন। আর সাধারণ মানুষ ঘরবাড়ী হারিয়ে গাছ তলায়। যেদিন ট্রিপল ইঞ্জিনের সরকার ঐ গাছটা কেটে উন্নয়নের ডঙ্কা বাজিয়ে ঐমানুষগুলোকে খোলা আকাশের নিচে ছেড়ে দেবে সেদিন নিশ্চয়ই সরকারের প্রধান মুখিয়া বলবেন 'এটাই হচ্ছে মোদী করিশমা'। আজ রাজ্য কৃষক সভার অফিসে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সরকারকে অভিযুক্ত করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বললেন, আমরা সরকারকে খুঁজছি। 'আমি যেখানকার ঘটনার কথা উল্লেখ করলাম সেটা চড়িলামের ছেছড়িমাইলের।' তিনি বলেন এটা এক সময় উপমুখ্যমন্ত্রীর জায়গা ছিল বর্তমানে তিপ্রা মথার। সেখানে ঝড় তুফানে ঘর হারিয়ে গাছ তলায় আশ্রয় নেয় পঞ্চাশটি পরিবার। ধলাইতে ১৭০ পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে একই কারনে। বিরাট অংশের সবজি ও পানের ব্যাপক ক্ষতি হয়েছে।অনেক জায়গায় কাঁচা ধান কেটে নিয়ে আসতে বাধ্য হয়েছেন কৃষকরা। সব জেনেও প্রশাসন ঘুমিয়ে। 
পবিত্র কর বলেন ভোটের পর কৃষক সভার সম্পাদক মন্ডলির প্রথম বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে স্পষ্ট হয়েছে যে সরকার কৃষি ব্যবস্থাকে তুলেই দিতে চাইছে। সেচ ব্যবস্থা নেই ফলে রাজ্যে বোরো ও আউস ধানের চাষ বিশাল অঞ্চলে এবার হচ্ছে না। তিনি বলেন রেগা সহ গ্রাম অঞ্চলে কোনো ধরনের কাজ নেই। যে অল্প রেগার কাজ করা হয়েছে নির্বাচনের আগে, তার টাকা শ্রমিকরা পাননি।বারবার ডেপুটেশন দিয়ে মন্ত্রীকে অবহিত করার পরও গত তিন মাস আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিপর্যয় মোকাবিলা ফান্ড থাকা সত্বেও আজও এক টাকাও সাহায্য পাননি বলে তিনি অভিযোগকরেন। রাবার চাষিরাও কোনঠাসা। অন্যরাজ্যের সবজি দিয়ে ত্রিপুরা চলেছে। আর ক্ষমতাসীন মন্ত্রী বিধায়করা দিব্যি দিবা নিদ্রায় ব্যস্ত।রাজ্য কৃষক সভার সহ সম্পাদক রতন দাসঅভিযোগ করেন যে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর থেকে চাকমাঘাট এই পুরো এলাকার মানুষ হাতি ও বাঁদরের আক্রমনে আতঙ্কিত। ইতিমধ্যে ১০-১৫ জন মারাও গেছেন কোনো হেলদোল নেই প্রশাসনের। এছাড়া ও এন জি সি ও পাওয়ার গ্রিড যেভাবে জমি ব্যবহার করছে তাতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে না। তিনি আইন অনুযায়ী তিনগুণ ক্ষতিপূরণের দাবি জানান। পবিত্র কর বলেন এবারের নির্বাচনে সংযুক্ত কিষান মোর্চা মোদী সরকারের যবনিকা টানতে বদ্ধ পরিকর। তিনি বলেন তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে। সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
                

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ