আগরতলা, ২১ মে : চারদিন ধরে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে চার বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI, SFI, TYF এবং TSU, ২১ থেকে ২৪ মে চলবে তাদের আন্দোলন। কর্মসংস্থান, শিক্ষা স্বাস্থ্য , আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, নেশার কারবার , মাফিয়া রাজ্ এই সমস্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামবে বামপন্থী ছাত্র যুবারা। সোমবার মেলারমাঠস্থিত ছাত্রযুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র যুব নেতৃত্বরা। ছিলেন dyfi এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, sfi এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্নান্নরা। নবারুণ এদিন রাজ্যে কর্ম সংস্থানের অভাব, নেশার কারবার, মানব পাচার , খুন , নারী নির্যাতন , মাফিয়ারাজ এর মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ছাত্র যুবাদের আন্দোলনে সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার আগরতলায় হবে মিছিল ও সভা। মিছিল শুরু হবে মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে থেকে।
0 মন্তব্যসমূহ